রবিবার, ২৮ মে ২০২৩
হোম » প্রবাসী সংবাদ » মিয়ানমারের বিরুদ্ধে শুনানিতে হেগের আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচি

মিয়ানমারের বিরুদ্ধে শুনানিতে হেগের আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচি

মিয়ানমার সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দি হেগ আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে রিপাবলিক অফ দি গাম্বিয়া। আগামী ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর রোহিঙ্গা ইস্যুতে দায়ের করা এই মামলার শুনানি হতে যাচ্ছে নেদারল্যান্ডের দি হেগ আন্তর্জাতিক আদালতে।

ওই মামলার শুনানির সময় প্রবাসী বাংলাদেশিরা মিয়ানমারের গণহত্যার বিচারের দাবিতে আদালতের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিচার ও শাস্তি এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে প্রবাসী বাংলাদেশীদের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর প্রতিদিন শুনানির সময় সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরো পড়ুন

বেশি ছুটি কাটিয়েও আমিরাত ঢুকতে পারবেন প্রবাসীরা'

বেশি ছুটি কাটিয়েও আমিরাত ঢুকতে পারবেন প্রবাসীরা’

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কর্মীরা এখন থেকে ছুটিতে গিয়ে ছয় মাসের বেশি সময় দেশে থেকে …