নিজস্ব প্রতিনিধিঃ
মাস্ক ব্যবহার না করায় এবং বিকাল ৪টার পরও দোকান খোলা রাখার অপরাধে মেহেরপুরের মুজিবনগরে জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কেদারগঞ্জ, দারিয়াপুর, মোনাখালী, বিশ্বনাথপুর, গলাকাটা মোড় ও গোপালনগরে ৫২ ব্যক্তিকে ১৩ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি সোমবার (১ জুন) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংক্রামক রোগ আইন ২০১৮-এর ২৫ ধারায় ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন ও সুজন দাশগুপ্তের নেতৃত্বে আরও দুটি ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকালে মেহেরপুর শহরের ভূমি অফিস মোড় ও গাংনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন বাইরে বের হওয়ায় দুই ব্যবসায়ীসহ মোট চার ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।
Comment here
You must be logged in to post a comment.