আইন আদালতসারা বাংলা

মাস্ক ব্যবহার না করায় এবং বিকাল ৪টার পরও দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

মাস্ক ব্যবহার না করায় এবং বিকাল ৪টার পরও দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ

মাস্ক ব্যবহার না করায় এবং বিকাল ৪টার পরও দোকান খোলা রাখার অপরাধে মেহেরপুরের মুজিবনগরে জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কেদারগঞ্জ, দারিয়াপুর, মোনাখালী, বিশ্বনাথপুর, গলাকাটা মোড় ও গোপালনগরে ৫২ ব্যক্তিকে ১৩ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি সোমবার (১ জুন) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংক্রামক রোগ আইন ২০১৮-এর ২৫ ধারায় ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আদায় করা হয়।  এ অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন ও সুজন দাশগুপ্তের নেতৃত্বে আরও দুটি ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকালে মেহেরপুর শহরের ভূমি অফিস মোড় ও গাংনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন বাইরে বের হওয়ায় দুই ব্যবসায়ীসহ মোট চার ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।

Comment here