আন্তর্জাতিকবিনোদনসর্বশেষ সংবাদ

মালায়ালাম পরিচালক সাচিদানন্দন আর নেই

মালায়ালাম পরিচালক সাচিদানন্দন আর নেই

মালায়ালাম রচনাকার-পরিচালক কে আর সাচিদানন্দন আর নেই। তিনি সাচি নামেই বেশি পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৪৮।

বৃহস্পতিবার (১৯ জুন) কেরালার ত্রিশুরের জুবিলি মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই নির্মাতা। হাসপাতালের সিইও ডা. বেনি জোসেফ দ্য নিউজ মিনিটসকে সাচিদানন্দনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাচি। তাকে সিসিইউ-তে রাখা হয়েছিল।

মালায়ালাম ভাষার ‘আনারকলি’ সিনেমার মাধ্যমে সাচিদানন্দনের পরিচালক হিসেবে অভিষেক হয়। তার সর্বশেষ সিনেমা ‘আয়াপ্পানাম কোশিয়াম’। এতে অভিনয় করেন পৃথ্বিরাজ, বিজু মেনন প্রমুখ। বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায় সিনেমাটি। ইতোমধ্যে তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় সিনেমাটি রিমেকের প্রক্রিয়া চলছে।

Comment here