মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাত ব্যক্তিকে মাস্ক না পরায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ জুন) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমা তুজ-জোহরা এই জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত পথচারীদের মধ্যে তিন জন ট্রাকচালক, দুই জন সাধারণ ক্রেতা ও দুই জন পথচারী ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা ফাতেমা তুজ-জোহরা জানান, চলমান করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে বাড়ির বাইরে বের হলে মুখে মাস্ক পরতে স্বাস্থ্য অধিদফতরের সরকারি নির্দেশনা রয়েছে। তবে এই নির্দেশনা অমান্য করে ওই সাত ব্যক্তি সাটুরিয়া উপজেলা সদর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই সাত ব্যক্তির প্রত্যেককে ৫০০ টাকা করে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে অবস্থান করা সকল ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। আইন অমান্য করায় সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ওই সাত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।’
Comment here
You must be logged in to post a comment.