মোঃ জাকিররুল ইসলাম (প্রিভেল) :
উত্তরবঙ্গের সর্বশেষ জেলা পঞ্চগড় বাসীর মন জয় করে খুব অল্প সময়ের মধ্যেই তাদের ভালোবাসা অর্জন সহ সর্বক্ষেত্রেই সফলতা অর্জন করে আসছেন কাজী আল তারিক।
তার এই সফলতার পেছনে অন্যতম প্রধান কারণ তার অতি সাধারণ জীবন-যাপন ও গরীব দুঃখী মানুষের বিপদে আপদে সর্বক্ষণ পাশে থাকার এক অদম্য মানুষিকতা যা তাকে পঞ্চগড় এলাকার সর্বস্তরের মানুষ মধ্যমনি করে রেখেছে। কেউ কোন সমস্যা নিয়ে তার কাছে আসলে শত ব্যবস্তার ভিড়েও ধৈর্য সহকারে তাদের কথা শুনেন। সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করেন। তার এই মহৎ কাজ টি তিনি ছোট বেলা থেকেই করে আসছেন। নিজ জেলার সার্বিক উন্নয়ন মূলক কর্মকান্ডে রেখেছেন অসামান্য অবদান।
১৯৮১ সালে ১৫ আগষ্ট পঞ্চগড় জেলা সদরে রামের ডাঙ্গায় জন্ম গ্রহণ করেন কাজী আল তারিক। বাবা- মৃতঃ কাজী শহীদুল হক এবং মাতা- মোছাঃ তহমিনা খানম। ২০১৯ সালে তিনি জনগণের ভালোবাসা অর্জন করে বিপুল ভোটে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন।এছাড়াও তিনি বারংবার পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি পদে নিযুক্ত রয়েছেন। কাজী আল তারিক তার নিজের দক্ষতা , যোগ্যতা,ও বিচক্ষণতার মাধ্যমে পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হয়ে খুব অল্প সময়ের মধ্যে পঞ্চগড় বাসীর মন জয় করে তিনি মাদক ব্যবসায়ী ,মাদক সেবনকারী, সন্ত্রাস, চাঁদাবাজী, ছিনতাই, ডাকাতি সহ সখল প্রকার অপকর্ম নির্মূলে সততা ও নিষ্ঠুতার সহিত জিরো টলারেন্স কাজ করে যাচ্ছেন।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের একাধিক নেতা কর্মী বলেন এমন নীতিবান নেতা পাওয়া পঞ্চগড়ের জন্য সত্যেই খুব ভাগ্যের ব্যাপার। তরেক সাহেবের মত অন্যায়ের প্রতিবাদী, সৎ আদর্শ, দক্ষ ও কর্তব্য পরায়ন ও সমাসসেবক নেতা বাংলাদেশে আওয়ামী লীগের জন্য একটি গর্ব।
বর্তমান সময়ে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রাদুভাব এর কারনে দেশের এই দূর্যোগ মুহুর্ত্বে কাজী আল তারেক তার দাঁয়িত্ব থেকে এক বিন্দু পরিমাণ পর্যন্ত থেমে নেই। দিনরাত অবিরাম প্ররিশ্রমের মাধ্যমে কর্মহীন হয়ে পড়া গরিব, অসহায় ও নি¤œ বিত্ত পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে চাল, ডাল,তেল, আলু, ডিম এবং দুধ সহ সব ধরণের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। মানুষের পতি তার নিজ দাঁয়িত্ব ও কর্তব্য থেকে তিনি মোটেও বিচলিত নন। তিনি বলেন, “জনগণের সেবার জন্য আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি, আমার চাওয়ার আর কিছু নেই,
আমি যতদিন বেঁচে আছি সারা জীবন জনগণের সেবা করে যাবো”। তিনি আরো বলেন,“যারা মানব সেবা করে তারাই প্রকৃত মানুষ”।
ওয়াজ মাহফিল, শীত বস্ত্র বিতরণ, খেলাধূলা, সাংস্কিৃতিক অনুষ্ঠান সহ নানা ধরণের সামাজিক উন্নয়নের সাথে তিনি জড়িত এবং নিজ সাধ্য মত সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।সাধারণ মানুষ হতে শুরু করে সমাজের উচ্চশ্রেণীর মানুষের ভালোবাসার পাত্র হিসেবে সু পরিচিতি অর্জন করেছেন। আমরা পঞ্চগড় সহ সারা দেশবাসী তাঁর দীর্ঘায়ু ও মক্সমল কামনা করি।
Comment here
You must be logged in to post a comment.