রাজনীতিসর্বশেষ সংবাদসারা বাংলা

মহিলা আ.লীগের পিঠা উৎসবে হামলা, গাড়ি ভাঙচুর

মহিলা আ.লীগের পিঠা উৎসবে হামলা, গাড়ি ভাঙচুর

সোহেল রানা ,গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ জানুয়ারি) রাতে এরশাদ নগর মজিদা স্কুল মাঠে মহানগর মহিলা আওয়ামী লীগের পিঠা উৎসব শেষে বের হওয়ার সময় হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা মহিলা আওয়ামী লীগের পিঠা উৎসব শেষে বের হওয়ার সময় হঠাৎ একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কাজী কামরুলের প্রাইভেটকারে ভাঙচুর চালায়। হামলার সময় গাড়িতে ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, এম এম নাসির উদ্দিন, কাজী মোহাম্মদ সেলিম, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কাজী কামরুল, ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কামরুল আহসান দিপুসহ অনেকেই।

এদিকে হামলার ঘটনায় দুর্বৃত্তদের উসকানির অভিযোগে ৪৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা বেগম ও সাধারণ সম্পাদক ফিরোজা বেগমকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা বলেন, সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাই।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অনুষ্ঠানের বিষয়ে আমাদের আগে অবগত করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comment here