করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
রোববার (০৭ জুন) বেলা ১১টা ১০ মিনিটের দিকে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে মন্ত্রীকে নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঢাকা পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা মোটামুটি ভালো। আগে থেকেই তার শ্বাসকষ্ট ছিল। এখন শ্বাসকষ্ট আরও বেড়েছে। তিনি নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তবে তার জ্বর ছিল না। আগে থেকেই একটু কাশি ছিল। আশঙ্কাজনক হওয়ার মতো কিছুই নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো আনা হয়েছে।
সাদেক হোসেন চৌধুরী জানান, মন্ত্রী অসুস্থবোধ করলে গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
তিনি আরও জানান, বেশ কিছু দিন ধরে মন্ত্রী নির্বাচনী এলাকায় করোনাকালীন ত্রাণ বিতরণ ও এ সংক্রান্ত কার্যক্রম তদারকি করছিলেন। এ সময়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জেলার সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, শারীরিক ও মানসিক, সব দিক দিয়ে পার্বত্যমন্ত্রী সুস্থ রয়েছেন। তিনি সবার আশীর্বাদ চেয়েছেন।
Comment here
You must be logged in to post a comment.