অর্থনিতিজাতীয়

ভ্যাট অফিস খোলা থাকবে শুক্রবার

ভ্যাট অফিস খোলা থাকবে শুক্রবার

ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন শুক্রবার (১৫ মে) হওয়ায় সারাদিন খোলা থাকবে ভ্যাট অফিস। রবিবার সব সার্কেল অফিস খোলা রাখার নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব এম এম কবিরুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সার্কেলের অফিসগুলোর কার্যক্রম তদারকি করবেন কমিশনাররা। অফিসের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে করোনা মোকাবিলার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরর নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার হওয়ায় জুমার নামাজের বিরতি রেখে বিকাল ৪টা পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা নেওয়া হবে। তবে প্রয়োজন হলে আরও বেশি সময় চালু রাখা যাবে অফিসের কার্যক্রম। খবর বাসস।

Comment here