বুধবার করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনের জন্য কুর্মিটোলা হাসপাতাল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহম্মেদ।
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নার্সসহ ২০ থেকে ২৫ জনকে পরীক্ষামূলক টিকা দেয়ার মধ্য দিয়ে শুরু হবে এ কার্যক্রম। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা প্রয়োগ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, বুধবার থেকে অ্যাপের মাধ্যমে করোনার টিকা নেয়ার জন্য অনলাইন নিবন্ধন শুরু হবে। ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
অ্যাপের বাইরে কাউকে টিকা দেয়া হবে না। স্মার্টফোন না থাকলে কাছাকাছি সরকারি ডিজিটাল সেন্টারে গিয়ে নিবন্ধন করতে হবে।
ডায়াবেটিসের উচ্চমাত্রা এবং করোনায় আক্রান্ত থাকলে তারা টিকা নিতে পারবেন না। অনলাইনে নিবন্ধনের পর, টিকার নেয়ার তারিখ বা স্থান পরিবর্তন করা যাবে না।
Comment here
You must be logged in to post a comment.