অপরাধজাতীয়লিড নিউজসর্বশেষ সংবাদসারা বাংলাস্বাস্থ্য

ভেজাল ও নকল ওষুধের ফল ভুয়া করোনা রিপোর্টের চেয়েও ভয়াবহ

ভেজাল ও নকল ওষুধের ফল ভুয়া করোনা রিপোর্টের চেয়েও ভয়াবহ

ভেজাল ও নকল ওষুধ প্রস্তুত করে বিষক্রিয়ার মাধ্যমে যারা লাখ লাখ মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাদের হত্যাকারী উল্লেখ করেছেন বক্তারা। ভেজাল ও নকল ওষুধের ফল ভুয়া করোনা রিপোর্টের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেন তারা।

সোমবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলন, বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা।

মানববন্ধনে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশে প্রতি বছর ভেজাল বা নিম্নমানের ওষুধের বার্ষিক বিক্রি দেড় হাজার কোটি টাকার ওপরে, যা মোট বিক্রির ২০ শতাংশ।  আমরা কোথায় যাব, কী খাব? শাক-সবজিতে ভেজাল, ফলমূলে ভেজাল, তেলে ভেজাল।  এসব ভেজাল খেয়ে চিকিৎসকের কাছে গেলে তারা যেসব ওষুধ দেবেন-সেগুলোতেও ভেজাল।  এ থেকে মুক্তি পেতে ভেজালবিরোধী নতুন আইন করা জরুরি।

নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলন এর প্রধান নির্বাহী কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম, আয়োজক সংগঠনের মো. শহীদুল ইসলাম, মানিক মিয়াজী, সারোয়ার নিজামী, সরদার মোহাম্মদ আব্দুস সাত্তার, আব্দুল আজিজ, ঈমাম হাসান, কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক এইচএম মহিউদ্দিন প্রমুখ।

Comment here