সারাদেশের সব অধস্তন আদালত গত পাঁচ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি কের ৬ হাজার ৫৪২ আসামির জামিন মঞ্জুর করেছেন।
শনিবার (৬ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ মে (রোববার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৪ হাজার ৩৪০টি আবেদন নিষ্পত্তি করে ৬ হাজার ৫৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
এর আগে ২৯ মে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল, ভার্চুয়াল আদালত গঠনের পর থেকে সারাদেশের সব অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে ১০ কার্যদিবসে ২০ হাজার ৯৩৮ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়।
এরপর থেকে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।
Comment here
You must be logged in to post a comment.