লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (১৭ জুন) তার এক মুখপাত্র বলেছেন, দুই দেশকেই সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান।
গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেছেন, ‘লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত ও চীনের মধ্যে সহিংসতা ও মৃত্রুর খবরে আমরা উদ্বিগ্ন।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা দুই পক্ষকেই সংযমী হওয়ার আহ্বান করছি। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশই চেষ্টা করছে বলে আমরা একটা ইতিবাচক খবর পেয়েছি।’
সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় এক সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনের সেনাবাহিনী। অবশ্য তাতে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। রড ও পাথর নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। তাতে শুরুতে কর্নেল বি. সান্তোশ বাবু ও দুই ভারতীয় সেনার মৃত্যুর খবর জানা যায়। পরে সর্বশেষ খবরে ভারতীয় সেনাবাহিনী জানায়, তাদের ২০ জন সদস্য নিহত হয়েছেন।
চীন তাদের ক্ষয়ক্ষতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও ৪৩ জনের গুরুতর আহত হওয়ার খবর মিলেছে।
Comment here
You must be logged in to post a comment.