আন্তর্জাতিকসর্বশেষ সংবাদ

ভারতে ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ: মৃত্যু ২৭২৬

ভারতে ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ: মৃত্যু ২৭২৬

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারতে ৭৫ দিনের মধ্যে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ হয়েছে। মৃত্যুও নেমেছে তিন হাজারের নিচে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন, যা গত ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন।

তবে সংক্রমণ কমলেও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ৭২৬ জনের।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনার মোট সংক্রমণ ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ৩১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে কভিড থেকে সেরে উঠেছেন ১ লাখ ১৭ হাজার ৫২৫ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লাখ ১৩ হাজার ৩৭৮ জন। সংক্রমণের হার নেমেছে ৩.৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৯ লাখ ২৭ হাজার ১৫৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ২৫ কোটি ৯০ লাখ ৪৪ হাজার ৭২ ডোজ টিকা দেওয়া হয়েছে।