টানা তৃতীয় দিন ২৪ ঘণ্টায় ৮ হাজারের বেশি ভারতীয় করোনাভাইরাসে আক্রান্ত হলো। তাতে সোমবার শেষে ভারতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এক লাখ ৯৮ হাজার ছাড়ালো। রোববার তারা আক্রান্তের হিসাবে জার্মানি ও ফ্রান্সকে টপকে সাত নম্বরে উঠেছিল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বুলেটিনে বলেছে, এই সময়ে মারা গেছে ২০৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২০৯ জন।
গত এক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। যদিও সোমবার তা কমেছে। একদিনে ৮ হাজার ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট কোভিড-১৯ রোগী ১ লাখ ৯৮ হাজার ৭০৬ জন। মোট মৃত্যু বেড়ে হয়েছে ৫ হাজার ৫৯৮ জন।
এ পর্যন্ত ৯৫ হাজার ৭৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসা নিচ্ছেন ৯৭ হাজার ৯২৫ জন।
এদিন রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। সংক্রমণে তাদের উপরে মহারাষ্ট্র ও তামিলনাড়ু।
ভারতে সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে মহারাষ্ট্রের। সেখানে ৭০ হাজার ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ৩৬২ জন।
Comment here
You must be logged in to post a comment.