সর্বশেষ সংবাদসারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় গাছে পিকআপের ধাক্কা, চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় গাছে পিকআপের ধাক্কা, চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাছের সঙ্গে পিকআপের ধাক্কায় হাকিম মিয়া (২৪) নামে একজন পিকআপচালক নিহত হয়েছেন। সোমবার(২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের কালিকচ্ছ ইউনিয়নের সুর্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাকিম সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের মধ্যপাড়া এলাকার মনু মিয়ার ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নাসিরনগর থেকে পিকআপ ভ্যান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি পূর্বপাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে পিকআপটি ধাক্কা খায়। এতে পিকআপভ্যান চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকেরা আহত হাকিমকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান৷ পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. খান রিয়াজ মাহমুদ জিকো হাকিমকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে৷ পিকআপটি দুমডেমুচড়ে গেছে, পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷

Comment here