ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০৬ জনে।
শুক্রবার (১২ জুন) নতুন করে আক্রান্তদের নমুনা রিপোর্ট সিভিল সার্জন অফিসে পৌঁছে।
সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডা. সানজিদা জানান, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার থেকে ২৮৯টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ১৮ জন, কসবা উপজেলায় ২৭ জন, নাসিরনগর উপজেলায় ৩ জন, আখাউড়া উপজেলায় ৩ জন, ও আশুগঞ্জ উপজেলায় ২ জন।
এর মধ্যে জেলায় আক্রান্ত ৪০৬ জনের মধ্যে ইতিমধ্যেই ।
এ পর্যন্ত জেলায় ৬ হাজার ৪২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৫ হাজার ৪১২ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ২৭১ জন, এর মধ্যে জেলায় ২৬১ জন, ঢাকায় ৭ জন, কুমিল্লায় ২ জন ও ফেনীতে ১ জন। জেলায় মারা গেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৬ জন।
Comment here
You must be logged in to post a comment.