আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছে। সেখানকার বিখ্যাত বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা চলছে তার।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান জানান, সাহারা খাতুনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে রওনা দেয়। বিকেল ৪টার দিকে সেখানে পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্স। বর্তমানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত। গত ৩ জুন ভোর ৪ টা ৪০ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে তিনি রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি হন।
Comment here
You must be logged in to post a comment.