বিশেষ প্রতিবেদনলিড নিউজসর্বশেষ সংবাদ

বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে

বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে

একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হবে।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে দুপুর ১২টায় বৈঠক হবে। বুধবার (২২ জুলাই) জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

সংসদ সূত্র জানায়, বৈঠকে সৈয়দপুর ও বরিশাল বিমানবন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

এছাড়াও পদোন্নতির পাশাপাশি সরাসরি নিয়োগের মাধ্যমে বিমানের দক্ষ জনবল বাড়িয়ে যাত্রীদের সেবার মান আরো উন্নত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

কমিটির সদস্য ছাড়াও মন্ত্রণালয়ের সচিব, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।

Comment here