অপরাধআইন আদালতবিশেষ প্রতিবেদনসর্বশেষ সংবাদসারা বাংলা

বীরগঞ্জে এক অধ্যক্ষ বরখাস্ত! ভূয়া সনদপত্র হওয়ায় এমপিও স্থগিত

বীরগঞ্জে এক অধ্যক্ষ বরখাস্ত! ভূয়া সনদপত্র হওয়ায় এমপিও স্থগিত

বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা এর যুগ্ম সচিব পরিচালক(পি আইডব্লিউ) এসএম ফেরদৌস আলম ও সহকারী পরিচালক মোঃ জহুরুল ইসলাম কতৃক গত ১৭ জুন/২০২০ইং সাক্ষরিত অফিস আদেশ মোতাবেক জানা যায়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ জিন্নাত মহল বেগম(ইনডেক্স-৩০০৬০৫৮) এর এমপিও ভুক্তির আবেদনে দাখিলকৃত প্রশিক্ষণ সনদ ও প্রশিক্ষণ সনদ যাচাইয়ের সপক্ষে দাখিলকৃত প্রত্যায়ন (নেকটার কতৃক) জাল/ভূয়া মর্মে প্রমানিত হওয়ায় বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান (ব্যবসায় ব্যবস্থাপনা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর অনুচ্ছেদ ২৮.১.৫ ধারা মতে চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ জিন্নাত মহল বেগমের এমপিও স্থগিত করা হয় এবং সদয় অবগতির জন্য অনুলিপি শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ইয়ামিন হোসেন সাংবাদিকদের জানান, অভিযুক্ত অধ্যক্ষ জিন্নাত মহল বেগমকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে এবং বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে অজয় রায়কে দায়িত্ব দেয়া হয়েছে।

Comment here