জাতীয়

বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডিএনসিসির ৫০নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরন করেন দেওয়ান মোঃ নাজিম উদ্দিন

বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডিএনসিসির ৫০নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরন করেন দেওয়ান মোঃ নাজিম উদ্দিন

শিমুলী আক্তার নীলুঃ
করোনাভাইরাসের কারণে র্সষ্ট দুর্যোগের ব্যাপকতা ঠেকাতে বিশে^র অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকারও গত ২৬ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে। ফলে দেশের দৈনিক উপার্জন নির্ভর নিম্ন আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।এ খাদ্য সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশী বাংলাদেশ জাতীয়বাদী দল (বি এন পি)ও সারা দেশে অসহায় হত-দরীদ্র,দিনমজুরদের মাঝে উপহার (ত্রাণ)সামগ্রী বিতরন করার সিদ্ধান্ত নিয়েছে।

তারই ধারা বাহিকতায় বাংলাদেশ জাতীয়বাদী দল (বি এন পি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডি এনসিসির)গত ফেব্রুয়ারীর নির্বাচনে ৫০ নং ওয়ার্ডের বি এন পির মনোনয়ন প্রাপ্ত কাউন্সিলর প্রার্থী জনাব দেওয়ান মোঃ নাজিম উদ্দিন গত ১৪ মে তার এলাকার অসহায় হত-দরীদ্র,দিনমজুরদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন।

এই উপহার সামগ্রী বিতরনের সময় দেওয়ান মোঃ নাজিম উদ্দিন তাঁর এলাকাবাসীর উর্দেশে বলেন আপনারা ‘ঘরে থাকুন, সুস্থ্য থাকুন,অন্যকে সুস্থ্য থাকতে সহায়তা করুন’।তিনি আরো বলেন সামনে আমাদের মুসলমানদের বড়দিন পবিত্র ঈদুল ফিতর।

এই ঈদুল ফিতরে আপনারা একজন অন্যজনের সাথে হ্যান্ডশেভ,কোলাকুলি থেকে বিরত থাকুন।বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত ধূয়ে নিবেন এবং জনসমাগম এড়িয়ে চলাসহ নানান রকম সচেতনতা মুলক পরামর্শ দেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল (সাবেক কেন্দ্রীয় সদস্য),ঘোষিত ও প্রস্তাবিত জাতীয়তাবাদী যুব মহিলা দল এর সভানেত্রী জনাবা সানজানা চৈতী পপি,সেচ্ছাসেবক দল মোঃ শরীফ সহ ৫০ নং ওয়ার্ড বি এনপির সদস্যবৃন্ধ।

Comment here