রবিবার, ২৮ মে ২০২৩
হোম » আন্তর্জাতিক » বিশ্ব-সন্ত্রাসী ছিলেন সোলাইমানি?

বিশ্ব-সন্ত্রাসী ছিলেন সোলাইমানি?

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি বিশ্বের শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সোলাইমানিকে হত্যার পক্ষেও সাফাই গেয়েছেন।

এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্য করেছেন।

ট্রাম্প বলেন, আমরা সোলাইমানিকে হত্যা করেছি। সব দিক থেকেই তিনি ছিলেন বিশ্বের শীর্ষ সন্ত্রাসী। এই ব্যক্তি অনেক মার্কিন নাগরিককে হত্যা করেছেন। এবার আমরা তাকে হত্যা করলাম। ট্রাম্প আরও বলেন, ডেমোক্রেটরা তার পক্ষ নিয়ে সাফাই গাইতে চায়। এটা আমাদের জন্য লজ্জাজনক।

ট্রাম্প বলেছেন, বিশ্বের এক নম্বর সন্ত্রাসী ছিলেন জেনারেল সোলাইমানি।

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৩ জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে সোলেইমানিকে হত্যা করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

প্রসঙ্গত, সোলাইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পরেই তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় ইরানের হাত রয়েছে বলে গুঞ্জন উঠলেও প্রথমে তা অস্বীকার করে তেহরান। পরে অবশ্য ইরান স্বীকার করেছে যে, ভুলবশত গুলি চালিয়ে ওই বিমানটি ভূপাতিত করা হয়েছে।

আরো পড়ুন

জামিন পেলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান'

জামিন পেলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের [পিটিআই] চেয়ারম্যান ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের …