বিপুল চৌধুরীঃ ২৭/০২/২০২০ ইং তারিখে ১১.৪৫ টায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
২৭/০২/২০২১ তারিখ ১১.৪৫ ঘটিকায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ আল আমিন(৩০) ও ফারুক(৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জিআরপি পুলিশ। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্মে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনার সময় তাদের আটক করা হয়।
আন্তঃনগর ট্রেন উপকূলে আখাউড়া থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসার পর ২ নং প্ল্যাটফর্ম থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায়।
এ সংক্রান্তে ঢাকা রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।