আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’। আর এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে প্রথম দুই ম্যাচ খেলবেন না তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির কর্মকর্তারা।
জানা গেছে, ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচ খেলবেন না মাহমুদউল্লাহ। এজন্য তার পরিবর্তে প্রথম দুই ম্যাচে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস।
এ প্রসঙ্গে চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের টেকনিক্যাল ডিরেক্টর জালাল ইউনুস বলেন, ‘ইনজুরি বেশি। ইমাদ ওয়াসিমকে আমরা পাচ্ছি না। সেও ইনজুরিতে। রিয়াদও প্রথম এক-দুই ম্যাচ খেলতে পারবে না। তবে আশা করি পরবর্তীতে তাকে পুরো পাব।’