জাতীয়লিড নিউজ

বা‌জেটের ওপর প্রতি‌ক্রিয়া জানা‌তে জাতীয় পা‌র্টির সংবাদ স‌ম্মেলন

বা‌জেটের ওপর প্রতি‌ক্রিয়া জানা‌তে জাতীয় পা‌র্টির সংবাদ স‌ম্মেলন

একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হ‌বে বৃহস্প‌তিবার (১১ জুন)।  বা‌জেটের ওপর প্রতি‌ক্রিয়া জানা‌তে সংবাদ স‌ম্মেলন ডে‌কে‌ছে বি‌রোধী দল জাতীয় পা‌র্টি।

বনানীর চেয়ারম‌্যান কার্যাল‌য়ে অনু‌ষ্ঠিত হ‌বে এই সংবাদ স‌ম্মেলন।  বা‌জেট পরবর্তী প্রতি‌ক্রিয়া জানা‌বেন দ‌লের চেয়‌ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

স্বাস্থ্যবিধি মেনে সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে গণমাধ্যমকর্মীদের সংবাদ স‌ম্মেল‌নে উপস্থিত থাকতে দল‌টির পক্ষ থে‌কে অনু‌রোধ জানা‌নো হ‌য়ে‌ছে।

Comment here