আন্তর্জাতিকলিড নিউজ

বাংলাদেশ থেকে ৪০ লাখ কৃষি শ্রমিক নিতে চায় আফ্রিকার দেশগুলো

বাংলাদেশ থেকে ৪০ লাখ কৃষি শ্রমিক নিতে চায় আফ্রিকার দেশগুলো

আফ্রিকা অঞ্চলের কয়েকটি দেশ ৪০ লাখ বাংলাদেশি কৃষি শ্রমিক নিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে বলেও জানান তিনি।

শুক্রবার (১২ জুন) সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ড. মোমেন বলেন, আমি সম্প্রতি বেশ কিছু দেশের মন্ত্রীদের চিঠি দিয়েছি কৃষিখাতে যেনো তাদের দেশে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেয়। আমরা ভালো তথ্য পেয়েছি। সুদান, উগান্ডা, তানজানিয়া, গাম্বিয়া বাংলাদেশের ৪০ লাখ শ্রমিক কৃষি কাজে নিতে চায়। এই দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতরা বিষয়টি নিয়ে কাজ করছেন। সুতরাং একদিকে অসুবিধা আসছে, অন্যদিকে নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি হচ্ছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে

ড. মোমেন বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারের সঙ্গে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।  তারা আমাদের জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ বাড়াবেন।  এমনকি প্লেনের টিকিট কেটে থাকলেও সেটি অনার করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে পারেন। এজন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে।  করোনা মহামারির কারণে তেলের দাম পড়ে যাওয়ায় সেসব দেশের সরকার প্রবাসী শ্রমিকদের দেশে ফিরে যেতে উদ্যোগ নিয়েছে। আমরা মধ্যপ্রাচ্যের অনেক সরকারের সঙ্গে আলোচনা করেছি।

এরই পরিপ্রেক্ষিতে তারা আমাদের আবেদনে সাড়া দিয়েছে।  এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, ওমান, কাতার, কুয়েত, বলেন মোমেন।

Comment here