বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত আবার বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন। শুক্রবার (১০ জুলাই) ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের কথা নিশ্চিত করেছেন মোসাদ্দেক নিজেই। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে সীমিত পরিসরে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হয়। সবকিছু ঠিক থাকলে পরে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তার স্ত্রীর নাম উম্মে তামান্না, বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়।
বিয়ের পর ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে মোসাদ্দেক লেখেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন’।
মোসাদ্দেকের এটা দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করেন। পরে পারিবারিক জটিলতায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।
Comment here
You must be logged in to post a comment.