এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলে জিতে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ২০২৬ এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হলো পিটার বাটলারের শিষ্যদের। এবার ঋতুপর্ণা চাকমাদের সামনে নারী বিশ্বকাপে খেলার হাতছানি।
২০২৬ সালের এশিয়ান কাপে খেলবে ১২টি দেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়, তাহলেই বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে ঋতুপর্ণাদের। ১২ দলের টুর্নামেন্ট হওয়ায় গ্রুপে তৃতীয় হয়েও থাকবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ।
কোয়ার্টার ফাইনাল থেকে সেরা ৬ দল সরাসরি খেলবে পরবর্তী নারী বিশ্বকাপে। বাকি দুই দলের সামনেও থাকছে বিশ্বকাপে খেলার সুযোগ। তারা আন্তমহাদেশীয় প্লে-অফ খেলবে বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য। আর সেরা আট দল সুযোগ পাবে অলিম্পিকে খেলার।