নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার পর বকেয়া বেতনের দাবিতে ধানমন্ডিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মালিকের বাসার সামনে বিক্ষোভ শুরু করেন।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বেলা ১১টার পর ধানমন্ডির ২৮ নম্বর সড়কের সামনে তিন থেকে চারশ শ্রমিক বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মালিকপক্ষের সঙ্গে এ বিষেয়ে আলোচনা চলছে।
স্থানীয়রা জানান, ডায়নামিক ফ্যাশন নামে পোশাক কারখানার শ্রমিকরা সকালে মালিকের বাড়ির সামনে এসে জড়ো হন। এসময় তারা বকেয়া বেতন-ভাতার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। মালিকপক্ষ শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন না দিয়েই কারখানাটি বন্ধ করে দিয়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেন।
Comment here
You must be logged in to post a comment.