ফেনীর ছাগলনাইয়ায় জ্বর,সর্দিকাশি,শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে আবদুল মোমেন (৪০) নামে এক শিক্ষক মৃত্যুবরণ করেছেন।বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু ঘটে।তিনি পৌরসভার বাঁশপাড়া এলাকার মৃত আবদুল কাদের এর ছেলে এবং স্থানীয় একটি বেসরকারি কিন্ডার গার্টেনের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, করোনা উপসর্গ নিয়ে গত ২০ জুন থেকে তিনি ফেনী শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একপর্যায় শারীরিক অবস্থা আরো অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। পরে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ। এসময় স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় জানাযা সহ দাফন দেয়ার জন্য স্বজনদের পরামর্শ দেয়া হয়।
Comment here
You must be logged in to post a comment.