মঙ্গলবার (২ জুন) সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন তথ্য নিশ্চিত করে বলেন ফেনীতে আওয়ামী লীগ নেতাসহ নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দাগনভূঞায় আক্রান্তদের মধ্যে দুজন আওয়ামী লীগ নেতা ও তাদের স্ত্রী রয়েছেন।
নোয়াখালীর আবদুল মালেক মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে ১০৯টি নমুনা পাঠানো হলে ৭২টি প্রতিবেদন আসে। এতে ফেনী সদর উপজেলায় ১ ও দাগনভূঞা উপজেলায় ১৫ জনের করোনা পজিটিভ আসে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সোমবার পর্যন্ত ১ হাজার ৭৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ পর্যন্ত ১ হাজার ৫৩৫ জনের প্রতিবেদন আসে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। এরমধ্যে সদরে ২০ জন, সোনাগাজীতে আটজন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় আটজন, পরশুরামে ছয়জন, ফুলগাজীতে চারজন সুস্থ হয়েছেন।
করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদরের ৬২ জন, ছাগলনাইয়ায় ২১ জন, দাগনভূঞায় ৫২ জন, সোনাগাজীতে ২১ জন, ফুলগাজীতে ছয়জন, পরশুরামে আটজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য রয়েছেন।
Comment here
You must be logged in to post a comment.