আসন্ন নির্বাচনকে সামনে রেখে সব আসনে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশে আনুষ্ঠানিকভাবে তৃণমূল নেতাদের মতামত (ভোট) নিচ্ছে দলটি।
তৃণমূলের মতামত নিয়ে কেন্দ্রীয় দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতেই চূড়ান্ত হবে প্রার্থী। এ মাসের মধ্যে মতামত নিয়ে আগামী মাঝের মাঝামাঝি সময়ে প্রার্থী চুড়ান্তের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত নিতে শুক্রবার গাইবান্ধা এলাকায় ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। তিনি আমার দেশকে বলেন, ইসলামী আন্দোলন ও অঙ্গসংগঠনগুলোর স্থানীয় নেতারা তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিচ্ছেন। সেই ভোটগুলো কেন্দ্রে নিয়ে আসা হবে। কেন্দ্রীয় নেতারা সেগুলো বিশ্লেষণ করে প্রার্থী ফাইনাল করবেন।
তিনি বলেন, এ মাসের মধ্যেই সারাদেশের প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত নেয়া শেষ হবে। এগুলো পর্যালোচনা করে আগামী মাসের দুই সপ্তাহের মধ্যেই তা চূড়ান্ত করা হতে পারে।
দলের সহকারী প্রচার সম্পাদক কে এম শরিয়তুল্লাহ জানান, সারাদেশে প্রার্থী বাছাইয়ের এই কার্যক্রম চলছে। ঢাকার প্রার্থী বাছাইয়ে মতামত নেয়ার কাজ শুরু হয়েছে শুক্রবার।
সূত্রমতে, শুক্রবার ঢাকা-১৬ ও ১৮ আসনের প্রার্থী বাছাইয়ের জন্য মতামত গ্রহণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামপন্থীদের একটি ভোট বাক্স প্রদানের ব্যাপারে প্রস্তুতি চলছে। এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় দল নির্বাচনি আশ্বাস দেয়া শুরু করে দিয়েছে। যা অতীতেও দিয়েছিল, কিন্তু ফলাফল হয়েছে শূণ্য। তাদের ষড়যন্ত্রে পানা দেয়ার জন্য সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচন বিএনপি চাইলে পিআর পদ্ধতিতে হবে, না চাইলে হবে না; এটা অযৌক্তিক কথা। বিএনপি যদি ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক চর্চা করে, তাহলে কেন তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে তা আমাদের বোধগম্য নয়।
নগর উত্তর সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের নেতৃত্বে অপর আরেকটি টিম ঢাকা-১৫ ও ঢাকা-১১ আসনে প্রার্থী বাছাই প্রোগ্রাম পরিচালনা করেন।
শনিবার ঢাকা-১২, ১৩, ১৪ ও ১৭ আসনের প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের মতামত গ্রহণ করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনূছ আহমাদ সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।