প্রাথমিকের পরিবারে ৪৯৪ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ৪০২ জন। আর মৃত্যু হয়েছে ১২ জনের। আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে ঢাকা বিভাগ। এরপরই চট্টগ্রামের অবস্থান।
শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে করোনা আপডেট থেকে এ তথ্য জানা গেছে। সেখানে আক্রান্ত সবার নাম, পদবী, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঠিকানা এবং বর্তমান অবস্থার বিবরণ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শুক্রবারের সর্বশেষ তথ্যানুযায়ী আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৬৪ জন, চট্টগ্রামে ১৩৮ জন, সিলেটে ৪৮ জন, বরিশালে ২৯ জন, রংপুরে ২৪ জন, ময়মনসিংহে ১১ জন, রাজশাহীতে ৪১ জন ও খুলনায় ৩৯ জন।
আক্রান্তদের মধ্যে ৩৭৪ জন শিক্ষক, কর্মকর্তা ৬৪ জন, কর্মচারী ৩৪ জন ও শিক্ষার্থী ১৯ জন।
অন্যদিকে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪১ জন, চট্টগ্রামে ১৯ জন, খুলনায় ৬ জন, বরিশালে ৩ জন, সিলেটে ৫ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে ৪ জন। রাজশাহী বিভাগে এখনো কেউ সুস্থ হননি।
সুস্থদের তালিকায় রয়েছেন ৫৯ জন শিক্ষক, ১০ জন কর্মকর্তা, ৩ জন কর্মচারী ও ৮ জন শিক্ষার্থী।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরইমধ্যে ১২ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শিক্ষক ১০ জন। মারা যাওয়া বাকি দুইজনের মধ্যে একজন কর্মকর্তা, একজন কর্মচারী।
Comment here
You must be logged in to post a comment.