দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান সব পর্যায়ের নেতাকর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠকে এ নিয়ে আলোচনা করেন নেতারা।
বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রতিপালন ও বাস্তবায়নের কৌশল নির্ধারণের পর দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, ১ আষাঢ় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী তিন মাসব্যাপী (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর প্রত্যেক নেতাকর্মীকে তিনটি করে গাছ লাগানোর নির্দেশনা দেন।
আজকের বৈঠকে করোনাভাইরাস আক্রান্ত হয়ে দলের উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, কার্যনির্বাহী সংসদের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। একইসঙ্গে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সবার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
অনির্ধারিত এই সভায় সম্প্রতি মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং করোনা আক্রান্ত হয়ে সারাদেশে মৃত সবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
Comment here
You must be logged in to post a comment.