ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন হত্যা মামলার প্রধান আসামি মামুন মিয়া র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
সোমবার (২০ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চান্দপুর বাজারে বন্দুকযুদ্ধ হয়।
পুলিশ ও র্যাব জানায়, পুলিশ হত্যা, অস্ত্র-মাদক ও ডাকাতি প্রস্তুতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়াকে ধরতে দুইদিন ধরে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আসছে। এরই মধ্যে র্যাবের কাছে খবর আসে মামুন তার সহযোগীদের নিয়ে সদর উপজেলার চান্দপুর বাজারের পরিত্যক্ত দোকানে বসে আড্ডা দিচ্ছে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল সেখানে অভিযানে যায়। তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে মামুন ও তার সহযোগীরা গুলি করে। র্যাবও পাল্টা গুলি করে।
পরে র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি চুইস গিয়ার ছোরাসহ মামুনকে আহত অবস্থায় আটক করে। মামুনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ ও র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের উপপরিচালক স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ বন্দুকযুদ্ধে মামুনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এএসআই আমির হোসেন তার সহকর্মী এএসআই মণি শঙ্কর চাকমাকে নিয়ে অস্ত্র-ডাকাতি ও মাদক মামলার আসামি মামুনকে গ্রেপ্তার করতে অভিযানে যান। চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে ধারালো অস্ত্র দিয়ে মামুন আক্রমণ করে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আমিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই মনি শংঙ্কর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর তিনি বাদী হয়ে মামুনকে প্রধান আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
Comment here
You must be logged in to post a comment.