ভুয়া ও কাগজে প্রতিষ্ঠানের নামে ঋন নিয়ে তা আত্মসাৎ করায় আলোচিত পিকে হালদারসহ ৩৩ জনের বিরুদ্ধে পাচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। পাঁচ মামলায় ৩৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
রবিবার গ্রেপ্তার হওয়া পিপলস লিজিংএর বর্তমান চেয়ারম্যান উজ্বল কুমার নন্দি এবং ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশেদুল হকও এসব মামলার আসামি। দুদক সচিব জানান, পরস্পর যোগসাজশে কাগজে প্রতিষ্ঠান করে টাকা হাতিয়ে নেয়ার কাজে পিকে হালদারের প্রধান সহযোগী ছিলেন এ দুজন।
তিনি জানান, কাগুজে প্রতিষ্ঠান আনান কেমিকেলের নামে ৭০ কোটি ৯২ লাখ, সুখাদা প্রপার্টিজের নামে ৬৯ কোটি ৮০ লাখ, মেসার্স বর্নের নামে ৬৬ কোটি ৯৬ লাখ, রহমান কেমিক্যালের নামে ৫৪ কোটি ৫৫ লাখ, ও মুন এন্টারপ্রাইজের নামে ৮৩ কোটি ৮৪ লাখ টাকা ঋন নিয়ে আত্মসাৎ করা হয়েছে।
Comment here
You must be logged in to post a comment.