অমল কৃষ্ণ মন্ডল , পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার লস্কর ও গদাইপুর ইউনিয়নে পৃথক দুটি বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উভয় পক্ষকে দু হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গদাইপুর ইউনিয়নে গোপালপুর গ্রামের আমিনুর রহমান গাজীর অপ্রাপ্ত বয়স্কা মেয়ের সাথে রহিমপুর গ্রামের নরিম মোড়লের ছেলে রমজান মোড়লের (২৪) বিয়ের প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হয়ে বিয়ে বন্ধ ও মেয়ের বাবাকে দু’হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের গোলাম সরোয়ারের মেয়ের সাথে গজালিয়া গ্রামের মোস্তফা শেখের অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের সাথে পাইকগাছা আদালতের পাশে জনৈক ব্যক্তির বাড়ীতে বিয়ের প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ এবং ছেলে ও মেয়ের পিতাকে ৫শ করে এক হাজার টাকা জরিমানা করেন।
পাইকগাছায় দুটি বাল্য বিয়ে বন্ধ : উভয় পক্ষকে অর্থদন্ড

Related tags :