মঙ্গলবার, ৩০ মে ২০২৩
হোম » মধ্যপ্রাচ্য পরিস্থিতি » পদত্যাগপত্র জমা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী; দ্রুত স্থলাভিষিক্ত নির্বাচনের অনুরোধ

পদত্যাগপত্র জমা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী; দ্রুত স্থলাভিষিক্ত নির্বাচনের অনুরোধ

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি সেদেশের সংসদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র গ্রহণ করে অবিলম্বে স্থলাভিষিক্ত নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি।

আব্দুল মাহদি পদত্যাগের পর মন্ত্রিসভায় এক ভাষণে বলেছেন, দায়িত্ব নেওয়ার এক বছর পর এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নতুন কাউকে এ দায়িত্ব নিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি শান্ত করতে তার পদত্যাগ জরুরি হয়ে পড়েছে বলেও জানান তিনি।

ইরাকে চলমান বিক্ষোভ ও সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিক্ষোভকে শান্তিপূর্ণ হিসেবে গণ্য করে পদক্ষেপ নিলেও এতে দুর্বৃত্তরা ঢুকে পড়েছে।

আব্দুল মাহদি বলেন, সরকার রক্তপাত এড়ানোর সর্বাত্মক চেষ্টা চালিয়েছে কিন্তু কেউ কেউ দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত তার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান ইরাকের প্রধানমন্ত্রী।

গত কয়েক সপ্তাহ ধরে ইরাকে দুর্নীতি দমনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে আসছে সেদেশের জনগণ।

আরো পড়ুন

বীর মুক্তিযোদ্ধারা রিকশা চালাবে আমি ক্ষমতায় থাকতে সেটা হবে না: প্রধানমন্ত্রী'

বীর মুক্তিযোদ্ধারা রিকশা চালাবে আমি ক্ষমতায় থাকতে সেটা হবে না: প্রধানমন্ত্রী’

দলমত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ সম্মান দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,বীর …