নড়াইল সদর থানার এএসআই আনিসুর রহমানসহ ২৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা রোগির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টা থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত লোহাগড়া পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র লকডাউনের এ ঘোষণা দেন। তবে লকডাউন চলাকালে লোহাগড়া পৌর এলাকার কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকানসহ জরুরি পরিসেবা চালু থাকবে।
এদিকে করোনাভাইরাস বিস্তারের পর থেকে গত ২৪ ঘণ্টায় নড়াইলে সর্বোচ্চ সংখ্যক ২৫জন করোনা রোগি শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন। এর মধ্যে সদর ও কালিয়া উপজেলায় পাঁচজন করে এবং লোহাগড়ায় ১৫জন করোনা রোগি শনাক্ত হয়েছেন। আক্রান্তরা নিজদের বাসাবাড়িতে আইসোলেশনে আছেন।
অন্যদিকে ১৬ হাইওয়ে পুলিশ সদস্য, আটজন চিকিৎসকসহ এ পর্যন্ত নড়াইলে ১৩৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আটচিকিৎসকসহ ৪৫জন রোগি সুস্থ হয়েছেন এবং ছয়জন মারা গেছেন।
Comment here
You must be logged in to post a comment.