অপরাধআন্তর্জাতিক

নেপাল সীমান্ত পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত হয়েছে

নেপাল সীমান্ত পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত হয়েছে

নেপাল সীমান্ত পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত হয়েছে। শুক্রবার বিহারের সীতামারী সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তের ওপারে এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

স্থানীয়রা জানিয়েছেন, কাঁটাতারের বেড়া না থাকায় ভারতীয়রা নেপাল সীমান্তে থাকা তাদের স্বজনদের সঙ্গে নিয়মিত দেখা করতে যান। শুক্রবার লকডাউন ভঙ্গ করে কিছু ভারতীয় সীমান্তের ভেতরে প্রবেশ করেছিলেন। এ ব্যাপারে ওই ভারতীয়দের নেপালের আর্মড পুলিশ ফোর্স সতর্ক করলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা চরমে ওঠে। ভারতীয়রা এক পর্যায়ে অন্য গ্রামবাসীদের খবর দিয়ে নেপালি পুলিশদের ওপর পাথর ছোড়ে।

আর্মড পুলিশ ফোর্সের অতিরিক্ত মহাপরিদর্শক নারায়ন বাবু থাপা জানান, ২৫-৩০ জন ভারতীয় দক্ষিণ নেপালের সারলাহি জেলার নারায়নপুর এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।

তিনি বলেন, ‘এমনকি তারা আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। ১০ রাউন্ড ফাঁক গুলি বর্ষণের পর আত্মরক্ষার জন্য আমাদের রক্ষীরা সরাসরি গুলি ছোড়ে। এতে এক জন নিহত ও দুজন আহত হয়।’

ভারতীয় আধাসামরিক বাহিনী এসএসবির পাটনা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক সঞ্জয় কুমার বলেন, ‘আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।’

Comment here