দেশের নতুন মানচিত্রে ভারত সীমান্তবর্তী লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অন্তর্ভুক্ত করায় তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করছে নয়াদিল্লি। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি রোববার এ অভিযোগ করেছেন।
রাজধানী কাঠমান্ডুতে এক প্রয়াত কমিউনিস্ট নেতার স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
ওলি বলেন, ‘নতুন মানচিত্র প্রকাশ করে পার্লামেন্টের অনুমোদন নেওয়ার পর থেকেই আমাকে সরানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এই পদক্ষেপের প্রেক্ষিতে নয়াদিল্লিতে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখতে পাচ্ছি কাঠমান্ডুর হোটেলে দফায় দফায় বৈঠক চলছে, আর তার থেকেই স্পষ্ট যে আমাকে ক্ষমতাচ্যুত করার ফন্দি আঁটা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমাকে কে কত তাড়াতাড়ি ক্ষমতা থেকে সরাতে পারবেন, তার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে, এমন অপরাধ যে করে তাকে রাখা যায় না। মানচিত্র ছাপানোও এখন অপরাধ।’
ওলির এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি ভারত।
Comment here
You must be logged in to post a comment.