রবিবার, ২৮ মে ২০২৩
হোম » বিনোদন » নতুন পোশাকে আলোচনায় মিথিলা

নতুন পোশাকে আলোচনায় মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রাফিয়াথ রশিদ মিথিলা। অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনায়ও করেছেন তিনি।

সম্প্রতি বিয়ে করেছেন এই অভিনেত্রী। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। বিয়ের পরেই হানিমুন এবং মিথিলার পড়াশোনার জন্য সুইজারল্যান্ড যান নব দম্পত্তি। সেখানকার পর্ব শেষে আবার ফিরে গিয়েছেন যে যার কর্মক্ষেত্রে।
এদিকে শনিবার নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি আপলোড করেন মিথিলা। ‘আডরিয়ানা এক্সক্লুসিভ’ নামের একটি বুটিক’স শপের শাড়ি পরেই ছবিগুলো আপলোড করেছেন তিনি। ছবিতে অফসোল্ডার ব্লাউজ পরে হট লুকে পোজ দিয়েছেন অভিনেত্রী।

মিথিলার সেই ছবিগুলো আপলোড দিতেই লাইক পরতে শুরু করে। আর সেই ছবিগুলোতে সবাই মিথিলার নতুন সাজের প্রশংসা করে। এছাড়া সামালোচনা করতেও ছাড়েনি অনেকে। তবে যে যাই বলুক না কেন অভিনেত্রী নিজের মতো করেই দিন পার করছেন।

আরো পড়ুন

শাকিব খান ও নায়িকা শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে রসায়ন জমে উঠেছে

শাকিব খান ও নায়িকা বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে রসায়ন’

চিত্রনায়ক শাকিব ও নায়িকা বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে রসায়ন জমে উঠেছে। টক অব দ্য কান্ট্রিতে …