আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধানের শীষের গণজোয়ার দিবাস্বপ্নের মতো। এর কোনো বাস্তবতা নেই। ১ ফেব্রুয়ারি বোঝা যাবে গণজোয়ার কোনদিকে- ধানের শীষের পক্ষে, না নৌকার পক্ষে, সেটা সেদিন প্রমাণ হবে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে
সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দিবাস্বপ্ন দেখে তো লাভ নেই। তারা দিবাস্বপ্ন দেখতে পারেন, এ রকম দিবাস্বপ্ন ও গণজোয়ারের কথা জাতীয় নির্বাচনের আগেও তারা বলেছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নানা অভিযোগ রয়েছে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া আর কেউ অভিযোগ করবে না। কারণ বিএনপির এখন রাজনীতিই হচ্ছে অভিযোগ আর নালিশের।
তারা বিরোধী দল হিসেবে দেশের সবচেয়ে ব্যর্থ। তারা রাজপথে আন্দোলন করে বিরোধী দল হিসেবে সফলতা পায়নি। নির্বাচনেও তারা পরাজিত ও ব্যর্থ হয়েছে। এখন তারা নালিশনির্ভর দলে পরিণত হয়েছে। যে কোনো ব্যাপারে অভিযোগ ও নালিশ করা তাদের মজ্জাগত হয়ে গেছে এবং এটি তারা করছে।