রবিবার, ২৮ মে ২০২৩
হোম » লিড নিউজ » দ্রুত রায় দেয়ায় বিচার বিভাগে মানুষের আস্থা বহুগুণ বেড়েছে : প্রধানমন্ত্রী

দ্রুত রায় দেয়ায় বিচার বিভাগে মানুষের আস্থা বহুগুণ বেড়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে বলেছেন, সাম্প্রতিক সময়ে বেশকিছু ঘটনার দ্রুততম রায় দেয়ায় বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বহুগুণ বেড়েছে।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে একাধিক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত রয়েছেন।

এ সময় ইংরেজির পাশাপাশি বাংলায়ও মামলার রায় লেখার বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন। একের কাজে অন্যের হস্তক্ষেপ শান্তি ও ন্যায়বিচার বাধাগ্রস্ত করে।

আসামি আদালতে আনা-নেয়ায় ঝুঁকি কমাতে ভার্চুয়াল কোর্ট স্থাপনে সরকারের চিন্তা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরো পড়ুন

বিবাহবার্ষিকীর অনুভূতি প্রকাশ করলেন পূর্ণিমা '

বিবাহবার্ষিকীর অনুভূতি প্রকাশ করলেন পূর্ণিমা ‘

চিত্রনায়িকা পূর্ণিমা’আশফাকুর রহমানের বিবাহবার্ষিকীর অনুভূতি প্রকাশ করে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।তবে এটি তাঁর দ্বিতীয় …