অপরাধআইন আদালতবিশেষ প্রতিবেদনলিড নিউজসর্বশেষ সংবাদ

দৈনিক নতুন কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাহেদ করিমের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল: তথ্য মন্ত্রণালয়

দৈনিক নতুন কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাহেদ করিমের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল: তথ্য মন্ত্রণালয়

করোনা টেস্ট নিয়ে প্রতারণার দায়ে আটক রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়।

‘দৈনিক নতুন কাগজ’ নামের একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে সচিবালয়ে প্রবেশের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড থাকায় ‘প্রতারক’ সাহেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। আলোচনা-সমালোচনার মুখে অবশেষে তার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নীতিমালা অনুযায়ী যদি কেউ প্রতারণামূলক কাজের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাহলে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে। তাই আমরা তার কার্ডটি বাতিল করেছি।

গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। ১৬ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা।

Comment here