মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩১৪ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩০ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৯৫ জনে দাঁড়িয়েছে।
শনিবার (১৬ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন এ পর্যন্ত মোট সুস্থ হলো ৪ হাজার ১১৭ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘ঢাকায় ১২টি ও ঢাকার বাইরে ২১টি ল্যাবে ৬ হাজার ৫০১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় ৬ হাজার ৭৮২ জনের। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছে তারা সবাই পুরুষ। এরমধ্যে ১২ জন ঢাকার, দুইজন চট্টগ্রাম বিভাগের ও দুইজন রংপুর বিভাগের।’
তিনি জানান, বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৪৯ জনকে। বর্তমানে আইসোলেশন আছেন ৩ হাজার ৪৬ জন।
Comment here
You must be logged in to post a comment.