খেলাধুলা

দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমিরা কার ভাগ্যে ঝুটবে ‘সেল্ফ সার্ভিস’

দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমিরা কার ভাগ্যে ঝুটবে ‘সেল্ফ সার্ভিস’

ধরে নিন, ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস আজ জিতে গেল কোপা ইতালিয়ার শিরোপা। পুরস্কার বিতরণী মঞ্চে উঠে আসবেন রোনালদো। ট্রে-তে সাজানো থাকবে চ‌্যাম্পিয়ন মেডেল। সেই মেডেল নিজের গলায় নিজেকেই পরাতে হবে রোনালদোকে!

অদ্ভুত এ চিত্র আজ দেখা যাবে কোপা ইতালির ফাইনালে। করোনা ভাইরাসের ধাক্কায় ‘‘সেল্ফ সার্ভিস’’ নিতে হবে চ‌্যাম্পিয়ন দলকে। বুধবার রাতে রোমে দর্শকশূন‌্য স্টেডিয়ামে নাপোলির বিরুদ্ধে ফাইনালে নামবে জুভেন্টাস। ম‌্যাচটি হবে স্টেডিও অলিম্পিও স্টেডিয়ামে।

সিরি আ প্রধান নির্বাহী লুইগি ডি সেভিরিও বলেছেন,‘এটাকে সেল্ফ সার্ভিস বলতে হবে। অ্যাথলেটরা নিজেদের অর্জন নিজেরাই বুঝে নেবে। বলার অপেক্ষা রাখে না স্কোয়াডের কোনও খেলোয়াড়ের সংস্পর্শ আমরা চাই না।’

ফাইনালে অনন‌্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোনালদো। পাঁচবারের ব‌্যালন ডি’অর জয়ী রোনালদো দেশ ও ক্লাবের হয়ে ২৯ ট্রফি জিতেছেন। আজ পর্তুগালের সুপারস্টার ট্রফি জিতলে ৩০তম ট্রফি শোকেসে তুলবেন। তবে কাজটা মোটেও সহজ হচ্ছে না। করোনার পর মাঠে ফিরে প্রথম ম‌্যাচে রোনালদো ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছেন। একই সাথে ছন্নছাড়া ছিল তার পারফরম‌্যান্স।

তবে স্পেন ও ইতালির গণমাধ‌্যম বলছে, ফরোয়ার্ডের বদলে লেফট উইঙ্গার হিসেবে খেলায় রোনালদো মানিয়ে নিতে পারেননি। তবে আজ সিআর সেভেনের ঠিকানা ওই ফরোয়ার্ড। নিজের পজিশনে ফিরে রোনালদো নিজের ফর্ম ফেরাতে পারেন কিনা সেটাই দেখার। এ ম‌্যাচেও দেখা যাবে না গঞ্জালো হিগুইনকে। এজন‌্য জুভেন্টাসের ১৪তম ইতালিয়ান শিরোপার জন‌্য রোনালদোর উপর ভরসা রাখতে হচ্ছে।

নাপোলি আছে দারুণ ছন্দে। দলটির বেলজিয়ামের স্ট্রাইকার ড্রাইস মার্টেন্স সেমির ফিরতি লেগে নাপালির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। ফাইনালেও তিনি স্মরণীয় কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

‘সেল্ফ সার্ভিস’-এর জন‌্য ফাইনালের মঞ্চে কে এগিয়ে যায় তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমিরা।

Comment here