রবিবার, ২৮ মে ২০২৩
হোম » ইসলাম » দুই কালের ফিতনা থেকে বাঁচার দোয়া

দুই কালের ফিতনা থেকে বাঁচার দোয়া

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি, ওয়া মিন আজাবিন নারি, ওয়া মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাতি, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি’।

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবন ও মরণের ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জাল এর ফিতনা থেকে।’

উপকার : দুনিয়া আখিরাতের সকল ফিতনা এবং কবর ও জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য এটি অত্যন্ত উপকারী দোয়া।  রাসুল (সা.) এই দোয়া করতেন। (বুখারি, হাদিস : ১৩৭৭)

আরো পড়ুন

নামাজের সময়সূচি।

নামাজের সময়সূচি।

আজ সোমবার,৩০ জানুয়ারি ২০২৩ ইংরেজি,১৬ মাঘ ১৪২৯ বাংলা,০৭ রজব ১৪৪৪ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী …