দীর্ঘ ষোলো বছর লড়াইয়ের পর অবশেষে সাফল্য। ক্রিকেটে সরকারি সিলমোহর দিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। এই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা অর্থাৎ আইসিসির অনুমোদিত সব টুর্নামেন্টে অংশ নিতে পারবে রাশিয়া। করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্বজুড়ে যখন থমকে যাওয়ার খবর, সেই সময় রাশিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ার খবরটি ক্রিকেট বিশ্বে নিঃসন্দেহে বড় খবর।
ক্রিকেট দুনিয়াতে রাশিয়ার পথ চলা শুরু হয়েছিল ২০০৪ সালে। বোর্ডের নামকরণ করা হয় রাশিয়া ক্রিকেট। ২০১২ সালে আইসিসি-র খাতায় নাম নথিভুক্ত হয় রাশিয়ার। ২০১৩ সালে ভারতীয় বংশোদ্ভূত অশ্বিনী চোপড়ার হাত ধরে রাশিয়ান ক্রিকেট ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে আইসিসির সহযোগী সদস্য পদ পায় রাশিয়া। ২০১৮ সালে আইসিসি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ছাড়পত্রও দেয়। এত কিছুর পরেও মিল ছিলনা সরকারি অনুমোদন। গত বছর ইংল্যান্ডে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হওয়ার পর ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য পুতিন সরকারের কাছে আবেদন করে রাশিয়ান ক্রিকেট ফেডারেশন।
কিন্তু তা খারিজ করে দেয় পুতিন সরকার। আরও একবার আবেদন করেন রাশিয়ান ক্রিকেট ফেডারেশনের প্রেসিডেন্ট তথা দলের অধিনায়ক অশ্বিনী চোপড়া। এবার আবেদনে সাড়া দিল ভ্লাদিমির পুতিনের সরকার। রাশিয়ার ক্রিকেটে পড়ল সরকারি সিলমোহর। এটাকে রাশিয়ান ক্রিকেট ফেডারেশন যেমন তাদের বড় সাফল্য হিসেবে দেখছে। তেমনি রাশিয়ার এই পদক্ষেপে আন্তর্জাতিক ক্রীড়া আঙিনায় ক্রিকেটের কৌলিন্য আরও বাড়ল বলে মনে করে ক্রিকেট বিশ্ব।
Comment here
You must be logged in to post a comment.