আন্তর্জাতিকসর্বশেষ সংবাদ

দিল্লি সংঘর্ষে আহত ৮৬ পুলিশ, আধাসেনা নামানোর নির্দেশ

দিল্লি সংঘর্ষে আহত ৮৬ পুলিশ, আধাসেনা নামানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আন্দোলনরত কৃষকদের হামলায় ৮৬ জন পুলিশ আহত হয়েছেন। তাদের রাজধানী দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা সঙ্কটজনক। আনন্দবাজার।

মঙ্গলবার দিল্লির বুকে আন্দোলনকারী কৃষকরা ট্রাক্টর নিয়ে মিছিল করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকরা ট্রাক্টর নিয়ে জোর করে এগিয়ে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। অভিযোগ, পাল্টা কৃষকরাও মারমুখী হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়।

পুলিশ জানিয়েছে, ৩০০টি ব্যারিকেড ভাঙেন আন্দোলনকারীরা। ১৭টি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আটটি ডিটিসি-র বাসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে পাণ্ডব নগর ও সীমাপুরী এবং গাজীপুর থানায় মোট চারটি অভিযোগ দায়ের হয়েছে।

ঐতিহাসিক লালকেল্লায় কৃষকেরা পতাকা উড়িয়ে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে বিজেপি সরকার। কৃষকদের দাবি অনুযায়ী বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার না করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিরোধী দলের নেতাদের অভিযোগ।

আনন্দবাজার পত্রিকা জানায়, এ দিন সন্ধ্যায় প্রশাসনে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সংস্থা এএনআই-কে এক সরকারি সূত্র জানিয়েছে, দিল্লিতে আরও বেশি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হতে পারে।

বৈঠক চলাকালীনই কৃষকেরা লালকেল্লা চত্বর খালি করে দিয়ে নিজেদের বিক্ষোভস্থলে ফিরে যাওয়া শুরু করেন। তাদের বক্তব্য,‘আমরা যে বার্তা দিতে চেয়েছিলাম, সেটা দেওয়া হয়ে গিয়েছে। ‘

কৃষকেরা লালকেল্লা ফাঁকা করার পরও অবশ্য প্রশাসন বসে থাকেনি। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল মেট্রো পরিষেবা। সিঙ্ঘু, গাজিপুর, টিকরি, মুকারবা চক, নাঙ্গলোইয়ের মতো এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও।

বৈঠকেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন। প্রয়োজনে আধাসেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্রের খবর, অমিতের নির্দেশ মতোই রাজধানীতে ১৫ কোম্পানি অতিরিক্ত আধাসেনা মোতায়েন করা হতে পারে। যে যে এলাকা দিয়ে কৃষকেরা রাজধানীতে প্রবেশ করেছেন, সেগুলোতে আধা সেনা মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও কিছু এলাকায় পুলিশ এবং আধাসেনার টহলের নির্দেশ দেওয়া হয়েছে।

Comment here