দক্ষিনখান এলাকার স্টীকার লাগিয়ে অটোরিকশার চাঁদাবাজ,গোয়ালটেকের চিহিৃত মাদক সম্রাট ও মহিলা সন্ত্রাস,এবং সাবেক ৪৭ নং ওয়ার্ডের আয়ামীলীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী রাশী আক্তার রাশির নেতৃত্বে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর কোটবাড়ী রেল গেইট পুলিশ বক্স সংলগ্ন প্রধান সড়কে আনুমানিক বেলা ১১ টায় রোড়ে ব্যাটারী চালিত ওটো রিক্সা ও ইজিবাইক চলাচল নিয়ে পুলিশের কথা কাটা কাটির জেরে রাশির সন্ত্রাস বাহীনি পুলিশের উপর হামলা ও পুলিশের গাড়ি ভাংচুর করে।
ঘটনাস্থলে উপস্থিত জনগনের বক্ত্যব্য অনুযায়ী জানাযায়,বর্তমান সারা দেশে করোনার পাদূর্ভাবে লকডাউন চলাকালীন সময়ে দক্ষিনখান থানাধীন আব্দুল্লাপুর রোডে সকাল থেকে প্রায় শতাধীক ইজিবাইক চলাচল করে। প্রতিটি ইজিবাইকে ৬জন করে যাত্রী আনায়ন করে। কোটবাড়ী রেলগেইট পুলিশ ফাঁড়ির পুলিশ একাটি ইজিবাইক আটক করাকে কেন্দ্র করে পুলিশের সাথে কথাকাটাকাটি হয়েছে। কাটাকাটির সুত্রকে কেন্দ্র করে রাশির নেতৃত্বে তাঁর সন্ত্রাস বাহিনী পুলিশের উপর হামলা করে এবং পুলিশের গাড়ী ভাংচুর করে।
পুলিশের কাজে বাধা ও পুলিশের গাড়ী ভাংচুরসহ পুলিশকে লক্ষকরে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। পুলিশ আত্বক্ষার্থে দৌড়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
Comment here
You must be logged in to post a comment.